Logo
table-post
সুন্দরবনের কলমতেজীর পরে শাপলার বিল এলাকায় আগুনের সন্ধান
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

সুন্দরবনের কলমতেজীর পরে শাপলার বিল এলাকায় আগুনের সন্ধান পাওয়া গেছে। রবিবার( ২৩ মার্চ) বেলা ১১টার দিকে ধানসাগর ষ্টেশনের অধীন শাপলারবিল এলাকায় আগুনের সন্ধান পান বনরক্ষীরা। সেখানে প্রা্য় দুই কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। বনকর্মীরা নতুন করে লাগা ওই আগুন নিয়ন্তণের জন্য ফায়ার লাইন কাটার কাজ শুরু করেছেন। তবে, খালে পানি না থাকায় ফায়ার সাভিসের কর্মীরা ট্রলারযোগে ঘটনাস্থলে যেতে বিলম্ব হচ্ছে বলে বনরক্ষী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা জানিয়েছেন।

 

এর আগে, গত শনিবার সকাল ৭টা থেকে কলমতেজী এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস, বনবিভাগ ও স্থানীয়রা প্রায় ২৪ ঘন্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রনে নিতে সক্ষম হন। 

 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন নেভানো কাজের মধ্যে নতুন করে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর তেইশের ছিলা নামক স্থানে আগুন লেগেছে। সকাল সাড়ে এগারোটার দিকে ড্রোন ও জিপিআরএস ট্রাকিং এর মাধ্যমে ওই আগুন দেখা গেছে। কলমতেজি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই আগুনের স্থান। সেখানে বনকর্মীরা যাওয়ার চেষ্টা করছেন। 

@bagerhat24.com