Logo
table-post
গণহত্যা ও ভারতে মুসলিম নীপিড়নের প্রতিবাদে চিতলমারীতে বিক্ষোভ মিছিল
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নীপিড়নের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদ চিতলমারী উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াই টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। সদরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা মোড়ে এসে শেষ হয়। 


এ সময় বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদ চিতলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সহ-সেক্রেটারী মাওলানা গাজী আনিচুরর রহমান, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী, পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি, চিতলমারী ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, ইসলামী শ্রমিক আন্দোলন বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ খান, খেলাফত মজলিস চিতলমারী শাখার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম হেলালী ও চিতলমারী আলিয়া মাদ্রসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান প্রমূখ।  


সভায় বক্তারা বলেন, ‘শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। সাম্প্রদায়িক অপশক্তির এই দমন-পীড়ন মানবতার জন্য হুমকিস্বরূপ। ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে এই দাবি জানাই।’ 


বিক্ষোভ মিছিল ও পথ সভায় জুম্মার নামাজ শেষে বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলিম অংশ গ্রহণ করেন। 
 

@bagerhat24.com