
ভান্ডারিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন
01/01/1970 12:00:00ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মরহুম শাহজাহান মিয়ার ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের উপরহামলার প্রতিবাদে ছাত্রলীগ ছদ্দ বেশে সন্ত্রাসী চাঁদাবাজ রায়হান মিয়া (রাহাত) এরবিরুদ্ধে মানব বন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবারসকাল ১০ টায় ভান্ডারিয়া জেলা পরিষদ মার্কেট সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ীআলআমীন ,বাদশা হাওলাদার, ব্যবসায়ীর স্ত্রীলুনা বেগম অভিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।
গত ২৭ শে জুন ২০২৪ আনুমানিক রাত ৯ টার দিকে রায়হান মিয়া, জাহিদ মিয়া, ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার,উপজেলা যুবমহিলালীগের সভাপতি আসমা সুলতানা যুথির নেতৃত্বে বসত বাড়ি ও দোকান ব্যবসা প্রতিষ্ঠানের উপরহামলা চালায়বলে অভিযোগ করেন মৃত শাহজাহান মিয়ার ছেলে আলআমিন মিয়া।
অভিযোগে বলেন হামলা চালানোর পরে দোকান ঘরে তালা লাগানো হয় যার ফলে ব্যবস াপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয় ক্ষতি হয় এবং আমাদের পরিবারের সকলকে আহত করে এমনকি আমার বৃদ্ধ ৭১ বছর বয়সী মাকে রায়হান ও রায়হানের শালা মাইনুল মার ধর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
তাৎক্ষণিক সাবেক ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবির হোসেন কে সহায়তা চাইলে তিনি আমাদের কথা আমলে না নিয়ে উল্টো আমাদের অকথ্য ভাষায় গালা গালি করে আমাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালায় । এর পরে আমরা আত্মগোপনে থেকে ব্যবসা বানিজ্য পরিচালনা করি। পূনরায় গত ১৪ মার্চ উক্ত সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা ও রাতের আধারে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিদিলে তারা অসহায় হয়ে পরেন এবং আদালতের মধ্যেমে আইনের আশ্রায় গ্রহন করেন।