বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ সাব্বির মল্লিক ও জসিম ফকিরের কবর জিয়ারত
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার শহীদ সাব্বির মল্লিক ও জসিম ফকিরের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু। শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় ছাত্রজনতার গনঅভ্যুত্থানে শহীদদের মধ্যে চিতলমারীর হিজলা মাঠপাড়া গ্রামের বীর শহীদ সাব্বির মল্লিক ও চরচিংগুড়ী গ্রামের শহীদ জসিম ফকিরের কবর জিয়ারত করেন।
এ সময় মশিউর রহমান যাদুর সাথে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডা, যুবদল আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, ছাত্রদল আহবায়ক ইউনুস বিশ্বাস লিমন, সদস্য সচিব এলাহী মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ, কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোকন মোল্লা, শ্রমিক দলের সভাপতি, সিকদার টিপু সুলতান, সাধারণ সম্পাদক গাজী এনামুল হক, এছাড়া ফকিরহাট উপজেলা, মোল্লাহাট উপজেলার স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় মশিউর রহমান যাদু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের মাঝে বিএনপির চেয়ারপার্সন, আজীবন সংগ্রামী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছালাম পৌঁছে দিতে এসেছি। আমি এসেছি তারুণ্যের অহংকার, নতুনধারার রাজনীতির পথপ্রদর্শক, আগামীর রাষ্ট্রনায়ক প্রিয়নেতা জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে। দূর্বিসহ ১৬ টি বছর মানুষ জুলুম, নির্যান, হামলা-মামলা, গুম, খুন, ঘরবাড়ি ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে ধৈর্য ধরে এই ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শোষিত সরকারকে মোকাবেলা করে ছাত্রজনতার গনঅভ্যুত্থানে বাংলাদেশ আজ দ্বিতীয় বার স্বাধীন। এই অর্জণকে একটি ক্যুচক্রি মহল বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশনায়ক তারেক রহমানের কঠিন হুশিয়ারি-বিএনপি বা তার অঙ্গ ও সহযোগী সংগঠনের পরিচয়ে কেউ যদি বেআইনি কাজে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এরা কোন দলের নয়, এরা দেশের শত্রু।