বাধালে দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠন
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
বাধাল বাজার সর্ব জনীন শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অসন্ন দুর্গা পূজা উপলক্ষে ২১ সদস্য বিশিষ্ঠ একটি সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাধাল বাজার বণিক সমিতির আহবায়ক খান সহিদুজ্জামান মিল্টনকে আহবায়ক ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃনাল দেবনাথকে সদস্য সচিব নির্বচিত করা হয়েছে।
শুক্রবার রাত ৮টায় কচুয়া উপজেলার বাধার বাজার মন্দির চত্তরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃনাল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাধাল বাজার বণিক সমিতির আহবায়ক খান সহিদুজ্জামান মিল্টন, যুগ্ন-আহবায়ক মোঃ মনিরুল ইসলাম শিকদার,পূজা উযাদ্পন কমিটির সভাপতি সরজিত কুমার দাস, সাধারন সম্পাদক সংকর কুমার দাস, কোষাধ্যক্ষ তারা দাস, বাধাল বাজার বণিক সমিতির সদস্য রুহুল আমিন শেখ,ব্যবসায়ী মোঃ খোকন শেখ, শিপ্রা রানী দাস, মোঃ জিয়া শেখ সহ বাজারের ব্যবসায়ী বৃন্দ। সভা পরিচালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক লিটন কুমার দাস(আশিষ)।