
বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘের দখলের অভিযোগ
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লব গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য ঘের দখল ও মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ এস এম ইমাম হোসেন বাদী হয়ে বাগেরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এস এম ইমাম হোসেন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেওয়ানবাটি এলাকার মৃত শেখ সরদার হোসেনের ছেলে।
ইমাম হোসেন বলেন, ২০২০ সাল থেকে রাধাবল্লব গ্রামে মৎস্য ঘের করে আসছি। কয়েক মাস আগে স্থানীয় শিমুল, রেজা, জসিম সরদার, বুলু, সেলিমসহ কিছু লোক আমার ঘের থেকে মাছ ধরে নিয়ে যায় এবং ঘের দখল করে। তখন স্থানীয় ছাত্র প্রতিনিধিদের সহায়তায় উদ্ধার করেছি। কিন্তু গত ৮ মার্চ এই আবারও তারা আমার ঘেরের কাজের লোককে হুমকি দেয় ও আমাকে ঘের থেকে চলে যেতে বলে। পরবর্তীতে ১০ মার্চ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করি। আদাল যাবতীয় কাগজপত্র দেখে তাদের বিরুদ্ধে ঘেরে প্রবেশে ১৪৪ ধারা জারি করেন।
কিন্তু তারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রশাসনকে সাথে নিয়ে পুনরায় আমার ঘেরে যায়। তারা জোরপূর্বক আমার ঘেরের কাজের লোককে মেরে ঘের থেকে বের করে দেয়। গত দুইদিনে আমার ঘের থেকে আনুমানিক ১০ লক্ষ টাকার মাছ ধরে ধরে বিক্রি করেছে। বিষয়টির জন্য প্রশাসনের কাছে একাধিকবার সহায়তা চাইলেও কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে জানান তিনি।
অভিযুক্ত শিমুল জানান, আমাদের বিরুদ্ধে ঘের দখলের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। জমির মালিকের কাছ থেকে বাৎসরিক হাঁড়ির টাকা দিয়ে জমি ভোগ দখল করছি। বিগত দিনে ইমাম হোসেন জমির মালিকদের হাঁড়ির টাকা ঠিকমত প্রদান না করায়, জমির মালিক চলতি বছর আমাদেরকে ঘের দিয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উল হাসান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করে যাচ্ছে।