Logo
table-post
ফকিরহাটে মটর সাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত-২
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে একজন যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারির চালিত ভ্যানের সাথে দ্রুতগামী মটর সাইকেলের ধাক্কায় মজিদ ফকির সোনা (৭০) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছেন।

এসময় মটরসাইকেল চালকসহ ভ্যান যাত্রী আহত হয়েছেন। নিহত ভ্যান চালক মজিদ ফকির সোনা (৭০) উপজেলার লখপুর ইউনিয়নের চোট্ট খাজুরা গ্রামের মৃত রহমান ফকিরের ছেলে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৪ র্মাচ) সকালে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর বাসস্ট্যান্ডে। 

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) জুবায়ের জানান, শুক্রবার সকালে খুলনার রূপসা থেকে কাটাখালী গামী এক মটরসাইকেল চালক দ্রুতগতিতে লখপুর বাসস্ট্যান্ডে এতে পোছালে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সাথে সাজোরে ধ্ক্কা লাগে। এতে ভ্যান চালক মজিদ ফকির সোনা নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় আহত মটর সাইকেল চালক ও এক ভ্যান যাত্রী আহত হন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি তিনি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং মটর সাইকেলটি জব্দ করা হয়েছে। 
 

@bagerhat24.com