Logo
table-post
সুন্দরবন থেকে পাচাঁর করে আনা ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারী আটক
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবন থেকে পাচাঁর করে আনা ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারী আটক করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ রাতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ইয়াসিন গাজী নামেন এক ব্যাক্তিকে আটক করা হয়। এসময় সুন্দরবন থেকে পাচাঁর করে আনা ২৮ কেজি হরিণের মাংসসহ ওই হরিণ শিকারীকে আটক করা হয়।

আটককৃত হরিণ শিকারী মোঃ ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। 

জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ড ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে বন্যপ্রানী সংরক্ষনর কোস্ট গার্ডের এরূপ অভিযান চলমান রয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

@bagerhat24.com