Logo
table-post
ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে মোরেলগঞ্জে ছাত্রদের বিক্ষোভ
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে বাগেরহাটের  মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। 

 

শিক্ষার্থীরা সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কাপুড়িয়াপট্টি এলাকায় তারা মানববন্ধন করেন। 

 

মানববন্ধনে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সায়মন জিয়ন, মাসরাফি মজিদ আকিব, শাহরিয়ার আহমেদ ও সৃষ্টি রানীমৃধা।

 

 বক্তারা মাগুরার আসিয়া ধর্ষণ ঘটনা থেকে শুরু করে সারা দেশে সংঘটিত ধর্ষণের সর্বোচ্চ বিচার নিশ্চিত ও আইন-শৃংখলা পরিস্থিতির দ্রুত উন্নতি করার দাবি জানান।

@bagerhat24.com