ছাত্র জনতা হত্যার বিচারের দাবীতে পিরোজপুরে শ্রমিক সমাবেশ
01/01/1970 12:00:00পিরোজপুর প্রতিনিধি
গুম, খুন, হত্যাকান্ড, অর্থপাচার, দূর্নীতি ও কোটা বিরোধী ছাত্র জনতা হত্যার বিচারের দাবীতে শ্রমিক সমাবেশ করেছে জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। আজ শনিবার বিকেলে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসন।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন এর সভাপত্বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভঅগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিচির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আকন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধঅরণ সম্পাদক আফজাল হোসেন টিপু। এসময় শ্রমিক দলের বিভিন্ন উপজেলার নিতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসন বলেন, বিএনপির ভঅরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সকল মামলা প্রত্যাহার করা হোক। মজুরি কমিশন আবার পূর্নসংস্কার করে গার্মেন্ট শিল্পকে ধ্বংসের হাত থেকে তুলে আনতে হবে বিদেশে পূর্নমূল্যায়ন করে কম খরচে শ্রমিক পাঠাতে হবে। আগামি নির্বাচনে ৩ শত আসনেই বিএনপি নির্বাচন করবে আপনাদের প্রস্ততি নিতে হবে। শেখ হাসিনার সরকারের বিচার না হওয়া পর্যন্ত আমাদের রাজপথ ছাড়া যাবে না। সাধারণ মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে হবে।
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, যতদিন পর্যন্ত এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরে না আসবে ততদিন আমরা ঘরে ফিরবো না। গনতন্ত্র রক্ষার্থে সুষ্ঠ নির্বাচন দিকে হবে। তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে ফিরিয়ে আনতে হবে।