Logo
table-post
ফকিরহাটে পৃথক স্থানে ১টি শিক্ষা  প্রতিষ্ঠান ও ৪টি দোকানে আগুন
01/01/1970 12:00:00

পি কে অলোক,ফকিরহাট
ফকিরহাটে পাঁচ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ফকিরহাট বাজারে ৪টি দোকান ও মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুণ লেগে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার সন্ধ্যা ও দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফকিরহাট এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ফকিরহাট বাজারের পুরাতন সুপারি পট্টি গলিতে মো. ইমরানের দোকানে আগুণ লাগে। এরপর দ্রুত আগুণ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গার্মেন্টস ও সুতার দোকান সহ আশেপাশের প্রায় ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ঐ কর্মকর্তা। 


ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. ইমরান ও উত্তম চন্দ্র সাহা জানান, সামনে ঈদের জন্য নতুন পোশাক ও জিনিসপত্র উঠিয়ে ছিলেন দোকানে। আগুণে পুড়ে যাওয়ায় এখন সর্বস্ব হারিয়ে পথে বসতে হবে তাদের। ভাই-ভাই গার্মেন্টের মালিক উত্তম সাহার প্রায় ৬লাখ, মো. ইমরান সুতার ঘরের মালিক মো. ইমরানের প্রায় ৯লাখ, মিতালী গার্মেন্স এর মালিক তুলশি দেবনাথের প্রায় ৫লাখ এবং রায়হান সুজের মালিক মো. রায়হানের প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তারা।

অপরদিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিন সন্ধ্যায় আগুণ লেগেছে বলে জানায় ফকিরহাট ফায়ার সার্ভিসের ওসি মো. শাহজাহান মিয়া। খবর পেয়ে একটি টিম গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।

ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, আগুনে মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের বৈদ্যুতিক মালামাল ও আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে। প্রধান শিক্ষক লিখিত প্রতিবেদন দিলে বিস্তারিত আরো জানা যাবে বলেও তিনি জানান। 

@bagerhat24.com