
শিকারীদের ফেলে যাওয়া মাথাসহ ৩০ কেজি হরিণের মাংস মাটিতে পুঁতে নষ্ট
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলায় শিকারীদের ফেলে যাওয়া মাথাসহ ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনরক্ষীরা।
রবিবার রাত ৩টার দিকে বৌদ্ধমারী বাজার থেকে এই হরিণের মাংস উদ্ধার করে সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা। পরে তা কেরোসিন ঢেলে মাটিতে পুতে নষ্ট করা হয়।
এই তথ্য নিশ্চিত করে চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস
সোমবার (১০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রবিবার রাত ২টার দিকে জয়মনির ঘোল এলাকা হতে একদল শিকারী হরিণের মাংস নিয়ে সুন্দরবন থেকে উঠে আসছে। এই খবরে তারা বৌদ্ধমারী বাজারে ওঁৎ পেতে থাকেন। কিন্তু তাদের অবস্থান টের পেয়ে শিকারীরা হরিণের মাংস ফেলে দ্রুত মটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস ও একটি হরিণের মাথা উদ্ধার করতে পারেন বনরক্ষীরা।
বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস আরও বলেন, যেহেতু এ ঘটনায় কোন শিকারীকে আটক করা যায়নি, তাই বন আইনে ইউডিআর (আনডিটেক্টিভ অফেন্স রিপোর্ট) মামলা হয়েছে। আর উদ্ধারকৃত হরিণের মাংস উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে সোমবার দুপুরে চাঁদপাই ষ্টেশনে কেরোসিন ঢেলে নষ্ট করে তা মাটিতে পুতে ফেলা হয়।