
বাগেরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে র্যালী, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল ইসলাম ।
সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, ছায়েদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরাজ্জামান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন প্রমুখ।