
ফকিরহাটে আমগাছের মাটির নিচ থেকে গাজা উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে এক কেজি গাজাসহ রিপন শেখ (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।রোববার (০৯ মার্চ) সকালে উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের বুডড়র বটতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাডড়র উঠানে থাকা আম গাছের তলার মাটির নিচ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়।
আটক রিপন শেখ বুডড়র বটতলা গ্রামের মৃত শেখ জিল্লুর রহমানের ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো: শামীম হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবাসায়ীকে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে ৭ মার্চ মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ রইচ মোল্লা ও বাচ্চু মোল্লা নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।