
বাগেরহাটে ধর্ষকের বিচার ও নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতাকারীদের বিচারের দাবিতে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (০৯ মার্চ) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে শহরের পৌর মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করেন আবারও পৌর মার্কেটের সামনে এসে জড়ো হয়।
মিছিলকারীরা, 'তুমি কে আমি কে, আছিয়া আছিয়া' 'ধর্ষকের ফাঁসি চাই', ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না' 'বিচারহীনতার সংস্কৃতি মানি না', 'উই ওয়ান্ট জাস্টিস' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, গেল কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা খুবই উদ্বেগজনক। যারা এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাইসহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই।
এসময়, বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো: জিয়াদ ইসলাম তন্ময়, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শুভ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।