Logo
table-post
ভান্ডারিয়ায় দুই দশক পর বিএনপি'র কর্মীসভা
01/01/1970 12:00:00

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে ভান্ডারিয়া পৌর অডিটরিয়ামে উপজেলা বিএনপি'র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপি'র আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।


উপজেলা বিএনপি'র আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।


উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপি'র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নুরুল ইমান বাবুল,পিরোজপুর জেলা বিএনপি'র  সদস্য মোঃ নজরুল ইসলাম খান, মোঃ সুমন হাওলাদার , উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, নাসির উদ্দিন, অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ,আবুল কালাম মলাদ জমাদ্দার, নাজমুল হোসেন আরিফ, দেলোয়ার হোসেন বিপ্লব, গোলাম মোস্তফা শরীফ, নদমুলা ইউনিয়ন বিএনপি'র সভাপতি নান্না মিয়া, ইকড়ি ইউনিয়ন সভাপতি আবুল বাশার দুলাল মোল্লা ,গৌরীপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব, ধাওয়া ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ খান, তেলিখালী ইউনিয়ন সভাপতি মোঃ তোহা প্রমুখ।


ভান্ডারিয়ায় প্রায় দুই দশক পড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা,২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


প্রধান অতিথি বক্তব্য বলেন দুর্নীতিতে বিশ্বের প্রথম হয়েছে ফ্যাসিস্ট হাসিনা এবং ইতিহাসে স্বৈরাচারী দানবে শেখ হাসিনাই প্রথম। ইতিহাস খুঁজলে দেখা যাবে শেখ হাসিনার মত স্বৈরাচারী শাসক দ্বিতীয় খুঁজে পাওয়া বিরল। তিনি আরো বলেন বিএনপিতে কোন দুর্নীতিগ্রস্ত লোক স্থান পাবে না,  তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় ওয়ার্ড থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্রীয় পর্যন্ত কমিটি গঠন করা হবে এবং দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে মূল্যায়িত করা হবে।
 

@bagerhat24.com