Logo
table-post
রামপালে উপজেলা বিএনপির আহবায়ক তুহিনসহ ২৮ জনকে আসামী করে মামলা
01/01/1970 12:00:00

এম,এ সবুর রানা

রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মামলা টি করেন উপজেলার মালিডাঙ্গা গ্রামের আ. হাই শেখের ছেলে নজমল শেখ।

মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যান মোড়ের মাহিদ শেখের দোকানের সামনে আসামীরা জড়ো হন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নির্দেশে আসামী ওহিদ শেখ, বোরহান শেখ, তারিক শেখ, নুর ইসলাম, জুয়েল শেখসহ ২৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১৫/২০ জন আসামী রাম দা, ছোরা, রড, হাতুড়ী ও লাঠি নিয়ে হামলা করেন।

এতে মা ও ঝনঝনিয়া গ্রামের আল আমিন, আজমল শেখ, আহম শেখ, শহিদ শেখ, আশরাফ শেখ, তাহিদুল শেখ, বাবু শেখ, কালাম শেখ, শোয়েব শেখ মাহিদ শেখ ও হুসাইন ব্যাপারী গুরুতর আহত হন।

অভিযোগের বিষয়ে শেখ হাফিজুর রহমান তুহিনের কাছে জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা'র কাছে জানতে চাইলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী আটকের চেষ্টা চলছে।

@bagerhat24.com