Logo
table-post
বাগেরহাটের  দড়াটানা নদীর পাড় থেকে কৃষকের মরদেহ উদ্ধার
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার অর্জুনবহার এলাকায় দড়াটানা নদীর পাড় থেকে আজমির শেখ (৪৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (৭ মার্চ) সকালে এই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 
নিহত আজমির শেখ ডেমা ইউনিয়নের হাসেম শেখের ছেলে। তার পরনে নেভি ব্লু রঙের ফুলহাতার গেঞ্জি ও লুঙ্গি ছিল। গেল ৪ মার্চ মঙ্গলবার রাত থেকে আজমির শেখ নিখোঁজ ছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, ৪ মার্চ রাতে আজমির শেখ বড় বাঁশবাড়িয়া এলাকায় আশিক নামে এক ব্যক্তির মাছের ঘেরে তাস খেলছিলেন। এ সময় পুলিশ ও স্থানীয় কয়েকজন সেখানে উপস্থিত হলে সবাই পালিয়ে যান। ওই রাতে পুলিশ মধু শরীফ নামে একজনকে গ্রেপ্তার করলেও আজমির শেখের কোনো খোঁজ মেলেনি। 


নিহতের ছেলে ওমর ফারুক জানান, তার বাবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না এবং কারও সঙ্গে শত্রুতা ছিল না। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


বাগেরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জেন্নাত আলী জানান, নিহতের শরীরে মারধর ও ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখন পর্যন্ত তারা কোনো মামলা করেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

@bagerhat24.com