Logo
table-post
মোরেলগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
01/01/1970 12:00:00

মেহেদী হাসান লিপন
মোরেলগঞ্জে বুধবার বিকালে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -৪ সংসদীয় আসনের মনোনীত জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, সহ সেক্রেটারি   অধ্যক্ষ আব্দুল আলিম হাওলাদার, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মহিবুল্লাহ রফিক,মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচএম মইনুল ইসলাম, শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান খান প্রমুখ।

বক্তৃতা করেন দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মেহেদী হাসান লিপন, সাংবাদিক শহিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন যুগান্তর প্রতিনিধি রফিকুল ইসলাম মাসুম। এতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন। 

@bagerhat24.com