Logo
table-post
৯৯৯ কল পেয়ে সমুদ্রে ৪ দিন ভাসমান অবস্থায় ফিশিং ট্রলার সহ ১৩ জেলে উদ্ধার
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

ইঞ্জিন বিকল হয়ে ৪দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা "এমভি মা বাবার দোয়া" ফিশিং ট্রলার সহ ১৩ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। ৬ মার্চ সকালে কোস্ট গার্ড মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন ৫ মার্চ বুধবার দুপুর ২ টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) হতে কল পেয়ে "এমভি মা বাবার দোয়া" নামক একটি ফিশিং ট্রলার গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। মাছ ধরার ফিশিং ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্যের একটি উদ্ধারকারী দল তৎক্ষনাৎ উদ্ধার অভিযানে যায় এবং উক্ত স্থানে গমন করে। অতি দ্রুত উদ্ধারকারী দল ট্রলারটির অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল ফিশিং ট্রলারটিতে থাকা ১৩ জন জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড। পরবর্তীতে উদ্ধারকারী দল ফিশিং ট্রলারসহ জেলেদের নিরাপদে দুবলার চরে এনে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়। জানা যায়, ট্রলারটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন পূর্বে মাছ ধরার উদ্তোশ্যে জেলেদের নিয়ে সমুদ্রে যাত্রা করে। ৮ দিন পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতেছিল। তবে ট্রলারে থাকা রসোদ ফুড়িয়ে আসছিল বলে জেলেদের বরাত দিয়ে জানায় কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষকে জানানো হয়েছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় ফিশিং ট্রলারটি দুবলার চরে ক্ষতস্থান পুনরায় মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের উদ্তোশ্যে নিয়ে যাবে। 

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সমুদ্র, সুন্দরবন ছাড়াও উপকুলীয় এলাকার বিভিন্ন জায়গায় মানুষের বিপদের সময উদ্ধার অভিযানে এগিয়ে আসছে, ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।

@bagerhat24.com