কচুয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত
01/01/1970 12:00:00এস এম হুমায়ুন
বাগেরহাটের কচুয়ায় লাল তীর সীড লিঃ এর গ্রীষ্ম কালীন জাতের তরমুজ ল্যান ফেই চাষ করে স্বাবলম্বী হয়েছেন কাঁঠালিয়া গ্রামের কৃষক মোঃএহসানুল কবির।
কচুয়া উপজেলার কৃষক মোঃ এহসানুল কবির তিনি লাল তীর সীড লিঃ এর গ্রীষ্ম কালীন জাতের তরমুজ ল্যান ফেই চাষ করে স্বাবলম্বী হয়েছেন,কৃষক এহসানুল তিনি দুই হাজার পাঁচ শত চারা তাহার জমিতে ল্যান ফেই চাষা করেন, তিনি বলেন সর্বমোট খরচ হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা, তিনি আশা করেন এই জমির তরমুজ দুই লাখ বিশ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।
উক্ত জমিতে লাল তীর সীড লিঃ এর উদ্যোগে একটি কৃষক সমাবেশ এর আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিঃ এর খুলনা বিভাগের ব্যবস্থাপক, মোঃ জুন্নুন রহমান, এবং লাল তীর সীড লিঃ এর অন্যান্য কর্মকর্তা সহ এলাকার কৃষাণ কৃষাণী সহ অনেকে।