
বাগেরহাটে ২য় পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ২য় পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন এবং ভিডিও প্রদর্শন করা হয়।
বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সার্বিক প্রশিক্ষন, পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট জনাব আহম্মেদ কামরুল হাসান।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মোঃ ফখরুল হাসান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এস.এম. রফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সালেহা পারভিন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান , এসময়ে চার উপজেলার মধ্যে রামপাল, মোংলা,মোড়েলগন্ঞ্জ ও শরণখোলা ২৪ জন কর্মকর্তার ভিতর উপস্থিত ছিলেন, প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী ভূমি কর্মকর্তা, থানা ইনচার্জ, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা মনোযোগ সহকারে প্রশিক্ষন গ্রহন করেন। অয়োজনে ছিলেন জেলা প্রশাসক বাগেরহাট।