Logo
table-post
রামপালে মৎসঘের দখল চেষ্টার অভিযোগে ভুক্তভোগী ওমরের সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00

 

এম, এ সবুর রানা

রামপালে মৎস্য ঘের ফিরে পেতে ভুক্তভোগী ওমর ফারুক নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় প্রেসক্লাব রামপালের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকশ্রী গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে মো. ওমর ফারুক জানান, জেএল-৯৮, খতিয়ান ৩৬১ ও ৮৩২,৮৩৬,৮৩৯ সহ অন্য দাগে ও এসএ ৫০ খতিয়ানের জমি তিনি বিগত ১২/১৩ বছর ধরে ভােগদখল করে লিজ মাছ চাষ করছেন। ঘেরের মধ্যে নিজের ৩ একর ২৩ শতাংশ জমি ও বাইরের ৭৭ শতাংশ জমি হারিতে নিয়ে মোট ৪ একর জমি রয়েছে। কিন্তু কয়েকদিন পূর্বে একই গ্রামের মৃত শেখ হোসেন আলীর ছেলে মো. জেহাদুল ইসলাম স্বপন ঘেরটি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। সে আমাকে, আমার বোন মিজানুর বেগমসহ আমার কাজের লোককে বাঁশের লাঠি দিয়ে মারপিট করেছে। স্বপন আমাকে হুমকি দিয়ে বলে, ঘেরের কাছে এলে তোকে খুঁন করে ফেলবো। এতে তারা ভয়ে ভীত হয়ে পড়েন।

অভিযোগের বিষয়ে স্বপনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, জায়গা নিয়ে শালিশ বৈঠক হয়েছে। নতুন করে পাটোয়ারী সাহবের ওখানে বসার কথা রয়েছে। ওই জমি আমি হারি দিয়ে নিয়েছি।

তবে দলিলে প্রমাণিত হয় প্রকৃতভাবে জমির মালিক ওমর ফারুক। তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবীর করে জমি ফেরতের আকুল আবেদন করেছেন।

@bagerhat24.com