Logo
table-post
বসতবাড়ীতে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের চিতলমারীতের শহিদ মোল্লা নামের এক ব্যক্তির বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগগের অভিযোগ উঠেছে। সোমবার (০৩মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ শাহিন মোল্লা এ অভিযোগ করেন। 


ক্ষতিগ্রস্থ শাহিন মোল্লা চিতলমারী উপজেলার ব্রক্ষ্মগাতির আমজাদ মোল্লার ছেলে।


তিনি বলেন, গেল শনিবার (০১ মার্চ) বিকাল ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে জুয়েল শেখ, মোশারেফ শেখ, আয়ুব শেখ ও গোরাজ মুন্সির নেতৃত্বে ১০-১৫ জন আমার বসতবাড়িতে হামলা চালায়। তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে ভাংচুর করে। পরে বাড়ি থেকে মূল্যবান মালামাল লুটপাট এবং অগ্নিসংযোগ করে।


হামলার পর আমি চিতলমারী থানায় অভিযোগ করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের গ্রেফতারের দাবি জানাই। পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সহযোগিতা কামনা করেন তিনি। 
 

@bagerhat24.com