
মোরেলগঞ্জে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
01/01/1970 12:00:00মেহেদী হাসান লিপন
মোরেলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রের মাঝে রবিবার ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বলইবুনিয়া ইউনিয়নে "বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিল" এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৩০০'শ জন অতিদরিদ্র রোজাদার ব্যক্তির মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যান তহবিলের বাংলাদেশ প্রতিনিধি সদস্য নুর মোহাম্মদ শেখ, মোঃ নেসারউদ্দিন শেখ, মোঃ আল-ইমরান,ও মোঃ মোশারফ হোসেন মাতুব্বর,মোঃ বেলায়েত শিকদার,মোঃ মনিরুল আলম খানসহ অভিভাবকগণ ও সংগঠনের সদস্য মোঃ শহিদুল ইসলাম,মোঃ রবিউল ইসলাম মাসুদ, মোঃ মামুন ফকির,মোঃ লিয়াকত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ তহবিল থেকে মসজিদ,মাদ্রাসা,এতিমখানা, লিল্লাহ বোডিংসহ অসহায় রোগীদের চিকিৎসা সেবাও প্রদান করা হয়।