
দুর্ণীতিগ্রস্থ পুলিশ অফিসারদের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন
01/01/1970 12:00:00পিরোজপুর প্রতিনিধি
বিগত হাসিনা সরকারের আমলে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ দুর্ণীতিগ্রস্থ পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পিরোজপুর শহরের টাউনক্লাব সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগন অংশ গ্রহন করে ।
এ সময় ভুক্তভোগীরা বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের নিকট তম ও বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ও এসডি হওয়া অতিরিক্ত ডি আই জি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যরা পিরোজপুরে ভূমি দখল, সরকারি সম্পত্তি দখল, জনগনকে জিম্মি করে অর্থ আদায় সহ বিভিন্ন কাজে লিপ্ত ছিলো। বিগত সকল নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে ভোট ডাকাতিতে সরাসরি অংশ গ্রহন করে অতিরিক্ত ডি আই জি মারুফ ।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবী করে বিভিন্ন পদে অবৈধ নিয়োগ এবং একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জন করে মারুফ হাসান।
অপরদিকে, পিরোজপুরের সাবেক ওসি আবির হোসেনের বিরুদ্ধে মামলা বানিজ্য সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তোলা হয় এ মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূক্তভোগী জেলাছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রনি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহিম আকন রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুসাব্বির মাহমুদ সানি, মো. হাফিজ, মো. রুস্তুম, ইসমাইল ও মো. রফিকুল প্রমুখ ।