Logo
table-post
ফকিরহাটে চিকিৎসা সহায়তা বাবদ ৫০হাজার টাকা অনুদান প্রদান
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার মুলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন লাইব্রেরী চত্তরে আট্টাকী গ্রামের রকি খার পুত্র আমির হামজার ব্রেন টিউমার অপারেশন করার জন্য ফকিরহাট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র অর্থায়নে চিকিৎসা সহায়তা বাবদ আমির হামজার পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারী) সকাল ১০টায় এই অনুদান প্রদান করা করা হয়। এসময়  উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সাদিকুজ্জামান চৌধুরী পলাশ সহ প্রবাসী কল্যান সমিতি ফকিরহাট এর পক্ষ থেকে জাকিরুল ইসলাম, আসাদুজ্জামান হিরক, সৈয়দ বাবর আলী, খান মহিদুল ইসলাম মিন্টু, হিরক মুখার্জি, সরদার রহমত আলী ও শেখ ওহিদুল ইসলাম মিলন প্রমূখ। 

সাদিকুজ্জামান চৌধুরী পলাশ এ প্রতিবেদককে জানান, আমরা যারা দক্ষিণ কোরিয়াতে থাকি দক্ষিণ কোরিয়া প্রবাসী কল্যান সমিতি ফকিরহাট এর মাধ্যমে শিক্ষা খেলাধুলা শীতবস্ত্র বিতরণ সহ ফকিরহাটে গুরুত্বর অসুস্থ ব্যক্তির খবর পাইলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি মাত্র। আমাদের এ সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন আমরা প্রবাসী যারা থাকি পরিবার দেশে রেখে দিন-রাত পরিশ্রম করে থাকি। আমরা সম্মিলিত ভাবে যদি কারো উপকার করতে পারি এবং পাশে দাড়াতে পারি এতটুকু চাওয়া আমাদের। 

@bagerhat24.com