
ফকিরহাটের টাউন নওয়াপাড়া ব্লকে আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম শুরু
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া ব্লকে ধানের ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ডিপ্লমা) কৃষিবিদ প্রদীপ কুমার মন্ডল টাউন নওয়াপাড়া ব্লকের চামারিয়া এলাকার কৃষক আরব আলী শেখ এর ধানের ক্ষেতে এই আলোক ফাঁদ স্থাপন করে এই আলোক ফাঁদ কার্যাক্রম শুরু করেন।
এসময় ঐ ব্লকের কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ওহিদুল ইসলাম, আব্দুল মান্নান ফারাজী, সহিদুল গাজী, সোবহান গাজী ও সিরাজ গাজী সহ বিভিন্ন কৃষক ও কৃষাণীবৃন্দ।