
মোড়েলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
মোড়েলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শন করা হয়।
মঙ্গলবার সকালে মোড়েলগঞ্জের ০১ নং তেলিগাতী ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপজেলা সমন্বয়কারী বিনিময় সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ জাকারিয়া হোসেন। ইউপি প্রসাশনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস এর সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আলী হাসান, শহীদ হাওলাদার, মাকসুদা বেগম, সোহাগ শেখ, ফেরদৌসী খানম।
এছাড়া গন্যমান্য ব্যক্তি খান রফিকুল ইসলাম, আলমগীর হোসেন চৌধুরী, আল-মামুন খান, মোঃ মুকুল হোসেন, আঃ জলিল হাওলাদার, জয়ন্ত মন্ডল, শাহীন ফকির, মোঃ সাহাবউদ্দিন, জাহাঙ্গীর আলম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সমাজ সেবক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সর্বস্তরের জনগন সহ গ্রাম পুলিশগণ।