Logo
table-post
ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে  কৃষকের করুণ মৃত্যু
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ধান ক্ষেতে মটর দিয়ে সেচ দেওয়ার সময় পাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাউর শেখ (২৮) নামের এক কৃষক মারা গেছেন। নিহত আতাউর শেখ উপজেলার লখপুরের মাইঝের ডাঙ্গা গ্রামের ইদ্রিস শেখের ছেলে। 

ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে আতাউর শেখ ধান ক্ষেতে মটর দিয়ে সেচ দেওয়ার সময় পাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট সোর্পদ করেন। 
 

@bagerhat24.com