
বাগেরহাটে নাগরিক কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে নাগরিক কমিটির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়।
দিনব্যাপি এই ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ ডা: নিরুপম মন্ডল, অর্থোপেডিক্স ডা: সুবেন্দু মিস্ত্রি, মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডা: ফুয়াদ হাসান দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।সাথে সাথে এসময় ফ্রী ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা ও করা হয়।
এসময় নাগরিক কমিটি, বাগেরহাট সদর উপজেলার জাহিদ হাসান পলাশ বলেন, অনেক মানষই রয়েছেন, যারা নির্দিষ্ট পরিমান ফী দিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। এসব দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করেছি। ভবিষ্যতেও এধরণের ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানান তিনি।