
মোরেলগঞ্জে দুর্যোগ মোকাবেলা বিষয়ে মহড়া অনুষ্ঠিত
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি:
মোরেলগঞ্জে ঘূর্ণিঝড়সহ যে কোন ধরণের দুর্যোগ মোকাবেলা বিষয়ে গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাও এম.এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিট এ কর্মসূচি পালন করে।
উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি (সিপিপি)’র সহযোগীতায় অনুষ্ঠিত এ মহড়ায় প্রধান অতিথি ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মিসেস গøাডিস ফার্নান্দেজ। বিশেষ অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈশ্বিক বিভাগীয় পরিচালক অচলা নবরতœ, প্রোগ্রাম পরিচালক মার্ক লিন্ডবার্গ, প্রোগ্রাম অফিসার মিসেস এ্যালিসিয়া ফেয়ারফিল্ড ও আমেরিকান রেড়ক্রসের কান্ট্রি প্রতিনিধি(ঢাকা) রেস্টি লু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রোগ্রাম ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, ম্যানেজার মো. হারুন-অর-রশিদ, প্রেগ্রাম অফিসার মো. সুলতান মাহমুদ, মাসুম আহমেদ ও ডেপুটি ম্যানেজার নাজমুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রোগ্রাম অফিসার মো. সাদিদ হোসেন।