Logo
table-post
মোংলা বন্দর সিবিএ'র নতুন আহবায়ক'র দায়িত্ব পেলেন  মতিয়ার সাকিব
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং-খুলনা-১৯৫৭) সিবিএ এর এডহক কমিটির  আহবায়ক পদ থেকে ধর্মীয় অনুভুতিতে আঘাত করায় শেখ শাহিনুর রহমান কে অব্যহতি দিয়ে মোঃ মতিয়ার রহমান সাকিবকে এডহক কমিটির নতুন আহবায়ক   করা হয়েছে। এর আগে তিনি নব গঠিত উপদেষ্টা পরিষদের সমন্বয়ে এডহক কমিটির সদস্য ছিলেন। 

 

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (রেজিঃ নং-খুলনা-১৯৫৭) সিবিএর পক্ষ থেকে পাঠানো  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

সিবিএ এর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি  এডহক কমিটি  রয়েছে । 

 

বর্তমান এডহক কিমিটিতে মোঃ মতিয়ার রহমান সাকিব  কমিটির আহবায়ক এবং মো. আল আমিন হোসেন,  জামাল উদ্দিন চৌধুরী জাহিদ, শেখ মো. আসিফ নাঈম  এডহক কমিটি সদস্য।পরবর্তী কমিটি বা নির্বাচন  না হওয়া পর্যন্ত বিধি অনুযায়ী  এই এডহক কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। 

 

উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ টায় রামপাল উপজেলার  ঝনঝনিয়া গ্রামে অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে বক্তার বক্তব্যে মাহফিলে (আয়না ঘরের বর্ননা দেয়া নিয়ে)  বিরোধিতা করে বক্তার মুখ থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগ করেন স্থানীয়  মুসুল্লিরা। ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরে ছাত্র জনতার তোপের মুখে কর্মচারি সংঘের এডহক কমিটির আহবায়ক  পদ থেকে অব্যহতি দেয়া হয়   মোংলা বন্দরের ট্রাফিক বিভাগের পরিদর্শক  শেখ শাহিনুর রহমানকে। পরে  তার স্থানে নতুন আহবায়ক  করেন  মোঃ মতিয়ার রহমান সাকিব।

@bagerhat24.com