বাগেরহাটে জামায়াতের রুকন প্রার্থীদের প্রশিক্ষন
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে বাংলাদেশ জামায়াত ইসলামীর বাছাইকৃত কর্মী ও রুকন প্রার্থীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।শহরের মেগনিতলা এলাকায় শনিবার বিকেলে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্ত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের খুলনা অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান খান।
এসময়, আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাও. আবুল কাশেম, জেলা নায়েবে আমীর এ্যাড. মাও. শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সহ সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসাইন প্রমুখ।
এর আগে শুক্রবার বিকেলে দুইদিন ব্যাপি এই শিক্ষা শিবির শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাও: মুহাম্মদ ইউনুস, জেলা উলামা সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আলতাফ হোসাইন, জেলা সহ সেক্রেটারী এ্যাড. মুস্তাইন বিল্লাহ, মোঃ মিজানুর রহমান মল্লিক, অধ্যাপক ইকবাল হোসাইন প্রমুখ।
দুই দিন ব্যাপি এই শিক্ষা শিবিরে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার বাছাইকৃত কর্মী ও রুকণ প্রার্থীরা অংশগ্রহন করেন।
