Logo
table-post
বাগেরহাটে জার্নালিজম ফর সুন্দরবন এর কমিটি গঠন
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক
সুন্দরবন দূষণ এর সাথে সম্পর্কিত  পরিনতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগনকে সচেতন, প্লাষ্টিক বর্জ ব্যাবস্থাপনা ও দূষন প্রতিরোধে জনসচেতনাতা তৈরি ও জন অংশ গ্রহন নিশ্চিকরতে  বাগেরহাটে জার্নালিজম ফর সুন্দরবনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট শহরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে অনুষ্ঠিত একটি  সেমিনারে এই কমিটি গঠন করা হয়।


কমিটিতে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানকে আহবায়ক ও যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো: ইয়ামিন আলীকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । যুগ্ম আহবায়ক করা হয়েছে পরিবেশ কর্মী  মো: নূর আলম শেখ, মো: সবুর রানা ও মশিউর রহমান মাসুমকে । এছাড়া সিনিয়র সাংবাদিক  মো: শাহআলম টুকু, মো : দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, শওকাত আলী বাবু ও মোয়াজ্জেম হোসেন মজনুকে উপদেষ্টা করে ৩২ সদস্য বিশিষ্ট  এই কমিটি গঠন করা হয়েছে ।  


সেমিনারে রুপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর শাহাদ হোসেন বাচ্চু, কো অর্ডিনেটর সুভাষিশ ভট্রচার্জ,জেলা কোঅর্ডিনেটর খোন্দকার জিলানী হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান ,সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন ।


পরবর্তীতে সুন্দরবন সংলগ্ন ৫টি জেলা বাগেরহাট, সাতক্ষিরা, খুলনা, পিরোজপুর ও বরগুনায় এই কমিটি গঠন করা হবে বলে জানান আয়োজকরা।
 

@bagerhat24.com