Logo
table-post
আমদানিকৃত  চিঁটাগুড় মোংলা থেকে রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হচ্ছে
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

আমদানিকৃত চিটাগুড় মোংলা বন্দর থেকে এই প্রথম রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেয়া হচ্ছে। 

 

মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড হতে রেলযোগে ট্রেনের ৩০টি ওয়াগনের মাধ্যমে ১০৫০ টন চিঁটাগুড় (Molasses) রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে  যাচ্ছে ।

 

 আজ সকালে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে পাইপ লাইনের মাধ্যমে ৩০ টি ওয়াগনে লোড করে গন্তব্যে উদ্দেশ্য যাত্রা শুরু করে মোংলা বন্দর থেকে। 

 

অবশিষ্ট চিঁটাগুড় (Molasses) সড়ক পথে ও রেলযোগে ট্রেনের ওয়াগনের মাধ্যমে ধাপে ধাপে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হবে। পরবর্তীতে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

 

মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের   উপ পরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন 

 

তিনি আরো জানান,  গত ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন ১৯ পাঁচ হাজার পাঁচশত মেট্রিকটন চিঁটাগুড় (Molasses) নিয়ে মোংলা বন্দরে আগমন করেছিলো এবং মোংলা বন্দর থেকে মাল আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড-এ সংরক্ষণ করা হয়েছিলো এ চিটাগুড় 

@bagerhat24.com