Logo
table-post
ফকিরহাটে মই থেকে পড়ে সাবেক ছাত্রদল নেতার  মৃত্যু
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে মই থেকে পড়ে সাবেক ছাত্রদল নেতা ফকির আছাদুর রহমান (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রয়ারী) বেলা তিনটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ফকির আছাদুর রহমান উপজেলার সাতশৈয়া গ্রামের ফকির আলীর ছেলে। সে ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

 বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাব্বি। পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ৩টার দিকে ঘরের পাশে রাখা বাঁশের মইয়ের সাহায্যে মুরগীর ঘরের চালা দেখতে ওঠেন আছাদুর। তখন হঠাৎ পা পিছলে সেখান থেকে নীচে পড়ে গিয়ে চেতনা হারান। এ সময় বাড়ীতে থাকা তার স্ত্রী আসে পাশের লোকজনের সহায়তায় উদ্ধার করে তাঁকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছাদুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।

 ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. নোমান মাসুদ জানান, ফকির আছাদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করেছেন। 
 

@bagerhat24.com