
সবজি ক্ষেত পরিদর্শন ও মতবিনিময়
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করলেন ইফাদ’র উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল। মঙ্গলবার (১৮ ফেব্রয়ারী) সকাল হতে বিকাল পর্যন্ত তাঁরা নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ ১শত হেক্টর টমোটোর চাষ প্রদশনী, সবজি গ্রামের কৃষক/কৃষানীদের সাথে মতবিনিময় ও পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার চামারিয়া শ্নশানকালি মন্দির মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক/কৃষানীদের সাথে উন্মুক্ত মতবিনিময় সভায় মিলিত হন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এফাদ এর ইন্ডিপেনডেন্ট অফিস অব ইভালুয়েশন এর সিনিয়র ইভালুয়েশন অফিসার মিঃ হ্যাসডীপ খায়রা, সম্মানিত অতিথি ছিলেন, ইভালুয়েশন অফিসার মিঃ মিকাল খান। বিশেষ অতিথি ছিলেন, এসএসিপি,ডিএই প্রকল্পের পরিচালক ড,মুহাম্মদ এমদাদুল হক ও ডিএই বাগেরহাট এর উপ-পরিচালক শংকর কুমার মজুমদার।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৌহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লমা কৃষিবিদ যথাক্রমে প্রদীপ মন্ডল, সোলায়মান মন্ডল, বিপুল পাল, বিপ্লব দাশ, অভিজিৎ গাইন, দেবদাস বালা ও রিয়াবুল ইসলাম। এসময় কৃষক/কৃষানীদের মধ্যে বক্তৃতা করেন, মনিরুজ্জামান মনি, সোবহান হোসেন, মোসাঃ নুর জাহান খাতুন ও শিলা খাতুন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।