
চিতলমারী উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চিতলমারী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ত্রি-বার্ষিক এ কমিটি ৯১ সদস্য বিশিষ্ট। কমিটিতে মো. জিন্নাত আলী শেখকে সভাপতি, মো. বাবুল শেখকে সিনিয়র সহ-সভাপতি, মো. আব্দুল আজিজ মল্লিককে সাধারন সম্পাদক, মো. বিপুল শেখকে ১ নং সহ-সাধারন সম্পাদক ও মো. হাফিজুর রহমান রাজুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারী বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. দুলাল ফরাজী ও সাধারন সম্পাদক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত (অনুমোদিত) কমিটিতে থেকে এ সব জানা গেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক মো. হারুন-অর-রশিদ জানান, আগামী তিন বছরের জন্য পূর্ণাঙ্গ এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আশারাখি নেতৃবৃন্দ সুন্দর ও সার্থক ভাবে দল পরিচালনা করবে।