
বাগেরহাটে সিডিপি‘র প্রসিড প্রকল্প অবহিত করণ সভা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)আয়োজিত-প্রোমোটিং জেন্ডার সেনসিটিভ ক্লাইমেট রেজিলিয়েন্স এন্ড এফিক্টিভ ক্লাইমেট গর্ভনেন্স থ্রো লোকালি লেড ক্লাইমেট রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট মডেল -প্রসিড প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অনুষ্টিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাা প্রশাসক (সার্ব্বিক) মোঃ আরিফুল ইসলাম।
প্রকল্পটির লক্ষ্য হলো -জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ বিনিম্র্ানে অবদান রাখা। প্রকল্পটির উদ্দেশ্য ১্-স্থানীয় সরকারের নেতৃত্বের পাশাপাশি স্থানীয় সনকারী এবং বেসরকারি সংস্থা সমূহের কার্যকর ও অংশগ্রহমমূলক জলবায়ু সহিষ্ণুতা তৈরীর উদ্যেগ এবং স্থানীয় জনগনের অভিযোজন সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টার মাধ্যম প্রকল্প এলাকায় জলবায়ু শাসনের(গর্ভনেন্স) উন্নতি হয়েছে। উদ্দেশ্য ২-প্রকল্প এলাকায় নারীদের জেন্ডার এবং জলবায়ু সম্পর্কিত বিপদাপন্নতা হ্রাস পেয়েছে।অবহিত করণ সভায় জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সিডিপি‘র পক্ষে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার এরিয়া কো-অর্ডিনেটর মোঃ সিরাজল ইসলাম,সহকারী এরিয়া কো-অর্ডিনেটর মনোজ কুমার দাস,প্রোগ্রাম অফিসার শাহানাজ সুলতানা পলি, এ্যাসোসিয়েট অফিসার মুকিবুজ্জামান। দেশের ৫ টি জেলার মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার ২৫ গ্রামে তিন বছর মেয়াদী এ প্রকল্প পরিচালিত হবে।