
ফকিরহাটে জামায়াতে ইসলামী’র গণ সমাবেশ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা শাখার আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আট্টাকা কে আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক বাগেরহাট জেলা আমীর অধ্যক্ষ মাও. মশিউর রহমান খান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাও. রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমীর এবিএম তৈয়াবুর রহমান, চিতলমারী উপজেলা শাখার আমীর মো. মনিরুজ্জামান, ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি আবুল আলা মাসুম, শহিদ স্মৃতি কলেজের অধ্যাপক মাও. মোফাজ্জল হায়দার, শ্রমিক কল্যান ফেডারেশন ফকিরহাট শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।
এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বাহিরদিয়া-মানসা ইউনিয়ন শাখার সভাপতি মো. নুর আলম। গণ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।