Logo
table-post
সাংবাদিকের মায়ের মৃত্যুতে কচুয়ার সাংবাদিকদের শোক প্রকাশ
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি
বাগেরগহাটের কচুয়ার কর্মরত সাংবাদিকগণ মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

শোক সস্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি  খোন্দকার নিয়াজ ইকবাল, সহ-সভাপতি সমির বরণ পাইক, সাধারন সম্পাদক কাজী সাইদদুজ্জমান সাইদ, সহ-সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, অর্থসম্পাদক রথীন সাহা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তুষার রায় রনি, নির্বাহী সদস্য সুপার্থ কুমার মন্ডল, প্রদ্যুৎ কুমার মন্ডল,পার্থ চক্রবর্তী,নকিব মিজানুর রহমান, সদস্য মোঃ রুম্মন, আজমির আলম খান,শেখ সাইদ, ফরিদুর রহমান শামিম।

দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রধান ও মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফের মা এবং মোড়েলগঞ্জ অফিসে কর্মরত সাংবাদিক এম. পলাশ শরীফের দাদী মোসা: রাবেয়া বেগম (৮৫) মঙ্গলবার রাত সাড়ে আট টায় উপজেলার ভরাঘাটা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না---রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় তার জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

@bagerhat24.com