Logo
table-post
অপারেশন ''ডেভিল হান্ট''-   ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

অপারেশন ''ডেভিল হান্ট''-  খুলনার রুপসা থেকে   ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড

 

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি  দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য জানান।

 

তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

 গোপন সংবাদের ভিত্তিতে  ১৩ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার গভীররাতে  বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার রূপসা উপজেলার  জাবুসা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

 অভিযান পরিচালনাকালে   সিরাজুল ইসলাম (৪২), মোঃ গিয়াস শেখ (৪৪) এবং রনি শেখ (৩০) কে আটক করা হয়।  তারা সকলেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। 

 

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়।

 

@bagerhat24.com