Logo
table-post
চিতলমারীতে ১০ কৃষককে পুরস্কৃত করল কৃষি অফিস
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটে চিতলমারী উপজেলা কৃষি অধিদপ্তর ১০ জন কৃষককে পুরস্কৃত করেছেন। তিন ব্যাপী কৃষি মেলার সমাপনী দিনে বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরের মঞ্চ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্তকর্তা হাফিজুর রহমান ও বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি চিতলমারী জোনাল অফিসের এজিএম মো. আশিক মাহামুদ সুমন প্রমূখ।    


মেলা সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী এ মেলায় ১০ টি স্টলে বিভিন্ন প্রযুিক্ত প্রদর্শন করা হয়। ওলকচু, মুখীকচু, পানিকচু, লতিকচু, গাছআলু, মেটে আলু, গোলআলু ও মিষ্টি আলুর আধুনিক চাষাবাদ কলাকৌশল মেলায় উপস্থাপন করা হয়।


এ ছাড়াও কন্দাল ফসলের বীজ কর্নার, কন্দাল ফসলের প্রক্রিয়াজাতকৃত খাবার ও চিতলমারী উপজেলায় উৎপাদিত কন্দাল ফসল প্রদর্শন করা হয়। মেলায় আগত দর্শনার্থীদের এ জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ কৌশল শেখানো হয় এবং এ ফসল চাষের লাভজনক দিক সম্পর্কে ধারনা দেয়া হয়। 
 

@bagerhat24.com