ফকিরহাটে ১০দিন-ব্যাপী কৃষক প্রশিক্ষনের সমাপনি
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষক প্রশিক্ষনের সমাপনি ও সনদ প্রদান সোমবার (২রা সেপ্টেম্বর) বিকাল ৪ টায় লখপুর পার্টনার ফিল্ড স্কুল-উত্তম কৃষি চর্চা (জিএপি) ও কৃষক সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষক/কৃষানীদের মাঝে সনদ বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, লখপুর ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার গাইন ও মোসাঃ জয়নাব খাতুন প্রমুখ।
১০ দিনব্যাপী এ প্রশিক্ষনে ২৫ জন কৃষক/কৃষানী অংশ গ্রহন করেন। উত্তম কৃষি চর্চার মাধ্যমে কিভাবে চলমান মৌসুমের সবজি চাষ করা যায় সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পরে তাদের মাঝে সম্মানি ও সনদপত্র প্রদান করা হয়েছে।