Logo
table-post
মোংলায় ইউএনও' র বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল, অপসারণে ২৪ ঘন্টার আল্টিমেটাম
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলায় আ' লীগের চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে নিজ কার্যালয়ে গোপন মিটিংয়ের অভিযোগে ইউএনও'র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। পরে তারা ইউএনওর অপসারণের দাবি করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। বুধবার বিকেলে পৌরসভার সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন। এর আগে ইউএনওকে আ' লীগের দোষর উল্লেখ করে তার বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপির কয়েক' শ নেতা কর্মি। 

 

উল্লেখ্য বুধবার সকালে নিজ কার্যালয়ে আওয়ামী লীগের নেতা চাঁদপাই, মিঠাখালী, বুড়িরডাঙ্গা ও চিলা ইউনিয়নের চেয়ারম্যানদের ইউএনও আফিয়া শারমিন নিয়ে মিটিং করে। এ খবর বাইরে ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে বিএনপির নেতা- কর্মিরা। 

@bagerhat24.com