
চিতলমারীতে কৃষি মেলা উদ্বোধন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, মহিলা বিষয়ক কর্তকর্তা হাফিজুর রহমান ও বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি চিতলমারী জোনাল অফিসের এজিএম মো. আশিক মাহামুদ সুমন প্রমূখ।
এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।