ভান্ডারিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়
01/01/1970 12:00:00ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ভান্ডারিয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা সহিংসতায় জড়িত হলে ছাড় দেওয়া হবে না। আপনারা ভীতিহীন ভাবে সঠিক সংবাদ পরিবেশন করবেন। এতদিন যারা দেশ পরিচালনা করেছেন তারা উন্নয়নের নামে যে লুটপাট করেছে তা আপনাদের তুলে ধরতে হবে। যেকোন সমস্যায় আপনাদের পাশে আমি দাঁড়াবো।
মতবিনিময় সভায় রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই হাওলাদার, সিকদার জাকির হোসেন বাচ্চু, সাখাওয়াত হোসেন মিঠু, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপল, সাংবাদিক মামুন হোসেন, মিজানুর রহমান প্রমূখ।