Logo
table-post
কচুয়ায় ডেভিল হান্টের অভিযানে আটক-৬
01/01/1970 12:00:00

কচুয়া  প্রতিনিধি
কচুয়ায় ডেভিল হান্ট এর অভিযানের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
সোমবার দুপুর পর্যন্ত গ্রেফতারকৃত হলো, উপজেলার টেংরাখালীর শামসুর রহমানের ছেলে আবু নাইম (২৪) ও শেখ মকবুল হোসেন এর ছেলে শেখ কামরুল ইসলাম (৫০), বারুইখালি গ্রামের শেখ শফিউদ্দিনের ছেলে শেখ আসলাম উদ্দিন (৫৫), গোপালপুরে মোজাম শিকদার এর ছেলে মিলন শিকদার (৩২)ও শফিউদ্দিন এর ছেলে মোঃ মাছুম শেখ (৩৯), সোনাকান্দর গ্রামের মহেজ উদ্দিন শেখ এর ছেলে আঃ রব (৬০)। 

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

@bagerhat24.com