
চিতলমারীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা আটক
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে আটক করেছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে একটি জিআর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন কলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুল ইসলাম (৫৩), বড়বাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ জিয়া চৌধুরী (৩৮) ও চিতলমারী সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ওরফে নদের (২৮)। গ্রেফতারকৃত আজিজুল ইসলাম উপজেলার বাকেরকান্দি গ্রামের মৃত আব্দুর আলী খানের ছেলে, জিয়া চৌধুরী বড়বাড়িয়া গ্রামের মৃত নিয়ামত চৌধুরীর ছেলে ও মোহাম্মদ আলী আড়ুয়াবর্নী গ্রামের মোসলেম শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের এসব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে একটি জিআর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।